আজকের সোনার দাম কত - ১৬ই ডিসেম্বর ২০২৪ সাল

বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম কত, ২১ ক্যারেট সোনার দাম কত,  ১৮ ক্যারেট সোনার দাম কত ও সনাতন পদ্ধতির সোনার কত রয়েছে বাংলাদেশের বাজারে । জানতে পারবেন আজকের এই পোস্টের মাধ্যমে।

আজকের সোনার দাম। আজ রোজ সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সমিতি (বাজুস) বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে ।গত শনিবার, (১৪ই ডিসেম্বর, ২০২৪ ) তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সমিতি (বাজুস) ।

নতুন এ দাম কার্যকর হয়েছে গত রবিবার, (১৫ ডিসেম্বর, ২০২৪) তারিখ থেকে ।

✅ ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম ১,৩৮,৪৯৮ টাকা বর্তমান বাজারে । যা পূর্বে ছিলো ১,৪০,২৭১ টাকা প্রতি ভরি । প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১,৭৭৩ টাকা।

✅ ২১ ক্যারেট ১ ভরি সোনার দাম ১,৩২,১৯৯ টাকা বর্তমান বাজারে । যা পূর্বে ছিলো ১,৩৩,৯০৩টাকা প্রতি ভরি । প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১,৭০৪ টাকা।

✅ ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম ১,১৩,৩১৬ টাকা বর্তমান বাজারে । যা পূর্বে ছিলো ১,১৪,৭৭৪ টাকা প্রতি ভরি । প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১,৪৫৮ টাকা।

✅ সনাতন পদ্ধতির ১ ভরি সোনার দাম ৯৩,০২০ টাকা বর্তমান বাজারে । যা পূর্বে ছিলো ৯৪,২৫৭ টাকা প্রতি ভরি । প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১,২৩৭ টাকা।

সর্তকতা:  বাজারে স্বর্ণের অলংকার কিনলে ক্রেতাদের নির্ধারিত দামের চেয়েও বাড়তি অর্থ গুণতে হবে।

সঠিক তথ্য এই যে, কারণ সবসময় নির্ধারিত দামের ওপর অর্থাৎ যত টাকার গহনা কিনবেন তার উপর ৫ শতাংশ সরকারী ভ্যাট যোগ করে স্বর্ণের অলংকার বিক্রি করা হয় সারা বাংলাদেশে। 

সেই দামের সঙ্গে প্রতি ভরি গহনার মজুরি ধরা হয় সর্বনিম্ন ৩,৫০০ টাকা (তিন হাজার পাঁচশত টাকা মাত্র )


সর্বশেষ: প্রতিদিনের আপডেট জানতে চোখ রাখুন Neel Computer




Previous Post
No Comment
Add Comment
comment url