বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম কত, ২১ ক্যারেট সোনার দাম কত, ১৮ ক্যারেট সোনার দাম কত ও সনাতন পদ্ধতির সোনার কত রয়েছে বাংলাদেশের বাজারে । জানতে পারবেন আজকের এই পোস্টের মাধ্যমে।
আজকের সোনার দাম। আজ রোজ সোমবার ৯ই ডিসেম্বর ২০২৪।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সমিতি (বাজুস) বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে ।গত রবিবার, (১ ডিসেম্বর, ২০২৪ ) তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সমিতি (বাজুস) ।
নতুন এ দাম কার্যকর হয়েছে গত সোমবার, (২ ডিসেম্বর, ২০২৪) তারিখ থেকে ।
✅ ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম ১,৩৭,২২৭ টাকা বর্তমান বাজারে । যা পূর্বে ছিলো ১,৩৮,৭০৮ টাকা প্রতি ভরি । প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১,৪৮১ টাকা।
✅ ২১ ক্যারেট ১ ভরি সোনার দাম ১,৩০,৯৯৮ টাকা বর্তমান বাজারে । যা পূর্বে ছিলো ১,৩২,৩৯৮ টাকা প্রতি ভরি । প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১,৪০০ টাকা।
✅ ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম ১,১২,২৮৯ টাকা বর্তমান বাজারে । যা পূর্বে ছিলো ১,১৩,৪৯১ টাকা প্রতি ভরি । প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১,২০২ টাকা।
✅ সনাতন পদ্ধতির ১ ভরি সোনার দাম ৯২,১৩৪ টাকা বর্তমান বাজারে । যা পূর্বে ছিলো ৯৩,১৬০ টাকা প্রতি ভরি । প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১,০২৬ টাকা।
সর্তকতা: বাজারে স্বর্ণের অলংকার কিনলে ক্রেতাদের নির্ধারিত দামের চেয়েও বাড়তি অর্থ গুণতে হবে।
সঠিক তথ্য এই যে, কারণ সবসময় নির্ধারিত দামের ওপর অর্থাৎ যত টাকার গহনা কিনবেন তার উপর ৫ শতাংশ সরকারী ভ্যাট যোগ করে স্বর্ণের অলংকার বিক্রি করা হয় সারা বাংলাদেশে।
সেই দামের সঙ্গে প্রতি ভরি গহনার মজুরি ধরা হয় সর্বনিম্ন ৩,৫০০ টাকা (তিন হাজার পাঁচশত টাকা মাত্র )